৮ দোকানির জরিমানা মূল্য তালিকা না থাকায় বগুড়ায়

৮ দোকানির জরিমানা মূল্য তালিকা না-থাকায় বগুড়ায়,বগুড়ায় আট দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তর। রমজানে বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় এ জরিমানা করা হয়।

 

৮ দোকানির জরিমানা মূল্য তালিকা না থাকায় বগুড়ায়

 

৮ দোকানির জরিমানা মূল্য তালিকা না থাকায় বগুড়ায়

বুধবার দুপুর ১২টার দিকে শহরের কলোনি ও ফুলতলা বাজারে এ অভিযান চালান অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় শহরের কলোনি ও ফুলতলা বাজারে আট দোকানির ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে তিনজন মুরগি বিক্রেতাকে ছয় হাজার, চার মুদি দোকানিকে পাঁচ হাজার ও একজন সবজি বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কারও কাছেই মূল্য তালিকা ও ক্রয় রশিদ ছিলো না।

 

৮ দোকানির জরিমানা মূল্য তালিকা না থাকায় বগুড়ায়

 

আরও পড়ুন:

১ thought on “৮ দোকানির জরিমানা মূল্য তালিকা না থাকায় বগুড়ায়”

Leave a Comment