প্রাণ গেলো ভ্যানচালকের তেঁতুল পাড়তে গাছে উঠে

প্রাণ গেলো ভ্যানচালকের তেঁতুল পাড়তে গাছে উঠে,বগুড়ার শাজাহানপুরে তেঁতুল পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফ আলী (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

 

প্রাণ গেলো ভ্যানচালকের তেঁতুল পাড়তে গাছে উঠে

 

প্রাণ গেলো ভ্যানচালকের তেঁতুল পাড়তে গাছে উঠে

সোমবার  সকাল ১০টার দিকে উপজেলার খরনা-ইউনিয়নে ফেসকচাপড় গ্রামে গাছে তেঁতুল পাড়তে উঠে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ আলী আড়িয়া ইউনিয়নের মানিকদিপা ফকিরপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

স্থানীয় ইউপি সদস্য জানান, আশারাফ তার দুই বন্ধু আফজাল ওন শাহিনের সঙ্গে পাশের ফেসকচাপড় গ্রামে যান। সেখানে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আশরাফ। এসময় তেঁতুল গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পাকা রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রাণ গেলো ভ্যানচালকের তেঁতুল পাড়তে গাছে উঠে

 

আরও পড়ুন:

১ thought on “প্রাণ গেলো ভ্যানচালকের তেঁতুল পাড়তে গাছে উঠে”

Leave a Comment