আমাদের আজকের আলোচনার বিষয় বগুড়া জেলার ক্রীড়াঙ্গন।
বগুড়া জেলার ক্রীড়াঙ্গন:-
ভলিবল,ক্রিকেট ,হকি, ফুটবল, এ্যথলেটিকস, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন ও সাঁতার
খেলা ধুলার স্থান :বগুড়া সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঠে।

খেলাধুলার জন্য ষ্টেডিয়াম এবং এর অবস্থানঃ
বগুড়ার জেলা ক্রীড়া সংস্থার অধীন শহীদ চাঁন্দু ষ্টেডিয়াম ও আলতাফুন্নেছা খেলার মাঠ নামে একটি মাঠ রয়েছে।

বগুড়া জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলার একজন স্বাধীন সুলতান (১২৮৭–১২৯১) নাসিরউদ্দিন বুগরা খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম
মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয়। এছাড়াও বগুড়া শিক্ষানগরী নামে পরিচিত৷ বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা। বর্তমানে বগুড়া সার্ক এর সংস্কৃতি রাজধানী।

আরও পড়ূনঃ