বগুড়ায় প্রাইভেটকারচাপায় বাইক আরোহী নিহত

বগুড়ার গাবতলী উপজেলায় প্রাইভেটকারের চাপায় আহসান হাবীব (২০) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

 

বগুড়ায় প্রাইভেটকারচাপায় বাইক আরোহী নিহত

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নসিপুর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহসান হাবীব বগুড়ার গাবতলী উপজেলার কোলারবাড়ি এলাকার গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নসিপুর কদমতলী এলাকায় বগুড়া থেকে আসা প্রাইভেটকার বিপরীত দিক তেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী আহসান হাবীব মারা যান। ঘটনার পর পরই প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন:

Leave a Comment