প্রাণ গেলো বাবা ছেলের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা,বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইন্দইল-ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ গেলো বাবা ছেলের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা
নিহতরা হলেন-উপজেলার লক্ষ্মীকুল গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে লোকমান আলী (৭৪) ও তার ছেলে জাহিদুর রহমান (৪৫)।
উপজেলার ছাতিয়ান গ্রামের লক্ষ্মীকুলের বাড়ি থেকে আদমিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জাহিদুর রহমান তার বাবা লোকমান আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে আদমদীঘি যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইন্দইল-ব্রিজের পশ্চিম পাশে পৌঁছলে স্টেট ফাস্ট কুরিয়ারের একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লোকমান আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় তার ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও সেখানে মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
১ thought on “প্রাণ গেলো বাবা ছেলের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা”