বগুড়ায় পিকনিকের বাসচাপায় বৃদ্ধ নিহত

বাসচাপায় বৃদ্ধ নিহত – বগুড়ার নন্দীগ্রামে পিকনিকের বাসচাপায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

বগুড়ায় পিকনিকের বাসচাপায় বৃদ্ধ নিহত

 

নিহত আবুল হোসেন উপজেলার কাথম গ্রামের বাসিন্দা। নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করলে চালক ও তার সহকারী ওমরপুর নামক স্থানে বাস থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দিয়ে বাসটি আটক করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরও পড়ুন:

Leave a Comment