স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা বগুড়ায়,বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ শেখকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। স্থানীয় কলেজে বালু ও ইট সরবারহ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা বগুড়ায়
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম বেলতলায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ শেখ বগুড়ার মালগ্রাম ডাবতলা এলাকার ঝন্টু শেখের ছেলে। তিনি বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাহিদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নাহিদের ভাতিজা দাবি, বগুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের সঙ্গে বালু ও ইট সরবারহ নিয়ে বিরোধ ছিল নাহিদের। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাদের।

নাহিদের ভাতিজা বলেন, মালগ্রাম ঈদগাহ মাঠের সামনে আদর্শ কলেজে-বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ এক নেতা মাটি সরবারহের কাজ করছেন। সেখানে বিএনপি নেতা শরিফুল ইসলাম রতন বাধা দেওয়ার চেষ্টা করলে ৪ থেকে ৫ দিন আগে নাহিদ তাকে নিষেধ করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে নাহিদসহ আমরা বেলতলা এলাকায় তারা আড্ডা দিচ্ছিলাম। তখন শরিফুল ইসলাম রতনের ভাই ফারুক, রবিন ও রনিসহ ১২ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসেন। এসময় রনি আমাদের উদ্দেশ্য করে বলেন, গুলি করবো কেউ দৌড়াবি না। এরপরেই তারা নাহিদকে কুপিয়ে-হত্যা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বলেন, স্থানীয় আধিপত্য-বিস্তারকে কেন্দ্র করে শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন:
১ thought on “স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা বগুড়ায়”