বগুড়ার উদ্যোগে মুক ও বধির বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ করেন দুদ’ক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

 

বগুড়ার উদ্যোগে মুক ও বধির বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জী, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আতাউর রহমান প্রধান।

 

 

বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড. বিনয় কুমার দাষ বিশু। স্বাগত বক্তব্য রাখেন সদস্য আব্দুল্লাহ আল মামুন সরদার, দুর্নীতি দমন কমিশন বগুড়ার এডি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদক’র ডিএডি মো. রোকনুজ্জামান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ- বিতরণ করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Leave a Comment