দুই ব্যবসায়ীকে জরিমানা নকল প্রসাধনী বিক্রি বগুড়ায়

দুই ব্যবসায়ীকে-জরিমানা নকল প্রসাধনী বিক্রি বগুড়ায়,বগুড়ায় অনুমোদনহীন ও নকল প্রসাধনী-বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

দুই ব্যবসায়ীকে জরিমানা নকল প্রসাধনী বিক্রি বগুড়ায়

 

দুই ব্যবসায়ীকে-জরিমানা নকল প্রসাধনী বিক্রি বগুড়ায়

সোমবার  দুপুর ১২টার দিকে শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধদিপ্তর এ অভিযান চালায়।

সংস্থাটির বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ঈদকে সামনে রেখে বগুড়া শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে প্রসাধনীর দোকনগুলোতে অভিযান চালানো হয়। এসময় নিউমার্কেটের শাহ বিপনিকে অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার ও চুড়িপট্টিতে মা স্টোরকে নকল প্রসাধনী-বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির স্বত্তাধীকারি জরিমানার টাকা পরিশোধ করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

 

দুই ব্যবসায়ীকে জরিমানা নকল প্রসাধনী বিক্রি বগুড়ায়

 

আরও পড়ুন:

১ thought on “দুই ব্যবসায়ীকে জরিমানা নকল প্রসাধনী বিক্রি বগুড়ায়”

Leave a Comment